ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির ঘটনায় মূলহোতা তনয় ও আকাশসহ আটজনকে আটক করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। আটকদের মধ্যে ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।
আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক তনয় ও আকাশ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরাসরি জড়িত। তারা দুজন প্রশ্ন ফাঁসের ডিভাইস সরবরাহ করতেন। তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীও ভর্তি হয়েছেন।
এর আগে ২০ অক্টোবর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ও ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মহিউদ্দিন রানাসহ ১৫ জনকে আটক করে পুলিশ। রানাসহ তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতিতে জড়িত অন্য সদস্যদের নাম জানায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েই এই আটজনকে আটক করে সিআইডি।