কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিলুর খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর রহমান।
নিহতদের মধ্যে দুই যুবকের পরিচয় জানা গেছে। এঁরা হলেন মোতালেব ও সোহেল।
ওসি আরো জানান, এক মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। রাস্তায় গাছের গগুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানান ওসি।