কেরানীগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক সম্রাট আল-আমিন ওরফে শ্যুটার আল আমিন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেজুরবাগ সাতপাখি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ওসি দীপক সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় এসআই খন্দকার জাহিদ আলী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রাজধানীতে বিষপানে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
Share!