সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম নামে অপর এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। তিনি কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।
আজ শনিবার ভোর ৫টার দিকে দেবহাটা উপজেলার সেকাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে সেকাই মোড়ে ট্রাক রেখে পাশে পানি আনতে যান হেলপার রফিকুল ইসলাম। পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালিগঞ্জ থেকে আসা অপর একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খুলনায় সড়ক দুর্ঘটনা, নিহত ২
দেবহাটা থানার ওসি কাজী কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।