প্যারাডাইস পেপার’স কেলেঙ্কারির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার এ তালিকায় উঠে এলো বাংলাদেশের বিএনপি নেতা আবদুল আউয়ালের পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন ও একটি প্রতিষ্ঠানের নাম।
কর ফাঁকি দেয়ার অভিযোগে আনিসুর রহমান অ্যান্ড কোম্পানি এবং বিএনপি নেতা আবদুল আউয়ালের পরিবারের নাসরিন ফাতেমা, তাবিথ মোহাম্মদ, তাফসির মোহাম্মদ সহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ‘ICIJ’-এর তদন্তে এ পর্যন্ত ৫ লাখ ২০ হাজারের বেশি তথ্য ফাঁসের ধারাবাহিকতায় নতুন এ তথ্য বেরিয়ে এসেছে।
পানামা পেপারস কেলেঙ্কারির রেস না কাটতেই নতুন কোরে প্রকাশিত প্যারাডাইস পেপারসের এসব তথ্যে এরইমধ্যে ব্রিটেনের রানী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জনসম্মুখে এসেছে।