পুরান ঢাকার হোসেনী দালানে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ৫ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন- চান মিয়া, মো. ওমর ফারুক ওরফে মানিক, মো. শাহজালাল, হাফেজ ক্বারি আহসানউল্লাহ মাহমুদ ও মো. কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক।এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ দাবি করে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর মিরপুর, আবদুল্লাহপুর, গুলিস্তান ও কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে জানিয়েছেন।পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, রাশেদ ওরফে আশিক হোসেনি দালানে গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি জড়িত। বাকি চারজন ওই ঘটনায় বাসা ভাড়া, আর্থিক ও অন্যান্য সহযোগিতা দিয়েছেন। তারা ঢাকা ও আশপাশের এলাকায় জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছিলেন।পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ২৩ অক্টোবর রাত ২টার দিকে হোসেনী দালান চত্বরে পর পর তিনটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক কিশোর নিহত হয়। আহত হন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচ ‘জেএমবি সদস্য’ ৫ দিনের রিমান্ডে
Share!