ভারত জুড়ে সঞ্জয় লীলা বনশালীর নতুন সিনেমা ‘পদ্মাবতী’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। সিনেমাটির মুক্তি রুখতে মরিয়া উগ্রবাদী রাজপুত সংগঠন করনি সেনা এবার দেশজুড়ে দিয়েছে হরতালের ডাক!
পয়লা ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে রাজপুত রানি পদ্মিনীর জীবন অবলম্বনে তৈরি সিনেমা ‘পদ্মবতী’র। কিন্তু সিনেমাটির মাধ্যমে বনশালী ও কলাকুশলীরা ইতিহাস বিকৃত করেছেন- এই কারণ দেখিয়ে ‘পদ্মাবতী’কে নিষিদ্ধ ঘোষণার ডাক দিয়েছিলো করনি সেনা। সম্প্রতি তাদের এই আন্দোলনে যোগ দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও। সেন্সরবোর্ডকে এরইমধ্যে নিজেদের দাবি জানিয়ে চিঠি লিখেছে তারা। এবার পয়লা ডিসেম্বর ভারতজুড়ে তারা দিল হরতালের ডাক!
বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী কিরণ মহেশ্বরী করনি সেনার হরতালকে সমর্থন জানান। প্রদেশটির বিজেপি প্রধান অশোক পরনামি বলেছেন সিনেমার নামে ইতিহাসের বিকৃতি সহ্য করবে না তার দল।
এদিকে হরতালের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে- এই আশঙ্কায় সেন্সর বোর্ডকে সিনেমাটির মুক্তি আটকাতে চিঠি দিয়েছে উত্তর প্রদেশের রাজ্য সরকার।
সঞ্জয় লীলা বনশালীর সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। আরও আছেন শাহিদ কাপুর ও রণবীর সিং।