Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রংপুরে কৃষক হত্যায় ৭ জনের যাবজ্জীবন

রংপুরের পীরগাছায় জিল্লুর রহমান নামের এক কৃষক হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলায় তিনজনকে ১০ বছর ও  তিনজনকে একবছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- আশরাফ আলী, হোসেন আলী, রফিকুল ইসলাম, হাসেম আলী, নজরুল ইসলাম, আবদুল মোতালেব ও রশিদ মিয়া।এছাড়া ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রৌশন আলী, হামিদ মিয়া ও মানিক মিয়া।এক বছর সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- আবুল হোসেন, নজরুল ইসলাম ও রশিদ মিয়া।মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ২৭ মে রংপুরের পীরগাছার কলিমগঞ্জ গ্রামে একটি গভীর নলকুপ বসানোকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে দন্ডিত আসামিরা কৃষক জিল্লুর রহমানকে কুপিয়ে জখম করে। ওইদিনই তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।দীর্ঘদিন মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top