কর্মসূচিস্থলে ময়লার স্তূপ থাকার জেরে রণক্ষেত্র পরিণত হয়েছে আজিমপুর এলাকা। আজ সকালে রাজধানীর লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী দলীয় সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানস্থল আজিমপুর পার্ল হারবার কমিউিনিটি সেন্টারের সামনে বিশাল ময়লার স্তূপ রাখা ছিল।
গতকাল রাতে পরিছন্ন কমিউনিটি সেন্টারের সামনে রাতের বেলায় দুই ট্রাক ময়লা ফেলে যাওয়ার পর থেকেই দুর্গন্ধে কেউ সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। পাশেই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখা।
এই ঘটনার জেরে ঢাকা দক্ষিণ সিটি কমপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহৃত বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।