নওগাঁ জেলার আত্রাই উপজেলার নওদুলি গ্রামে অভিযান চালিয়ে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর রাতে আত্রাই থানার সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটকদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
আত্রাই থানার ওসি আকরাম হোসেন জানান, নওদুলি গ্রামে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ম্যাগজিন ও গ্রেনেড তৈরির গোলাবারুদ উদ্ধার করা হয়। বড় ধরনের নাশকতার পরিকল্পনায় সংঘবদ্ধ হচ্ছিল তারা। তিনি আরও জানান, আটকদের নাম ঠিকানা সম্পর্কে এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।