ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের সকল সহকারী কমিশনার (এসিল্যান্ড) একটি করে গাড়ি পাবেন।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য গাজী ম. ম. আমজাদ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে আরও বলেন, সহকারি কমিশনারদের মাঝে বিতরণের জন্য ইতোমধ্যে ১শ’টি গাড়ি কেনা হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহকারী কমিশনারদের (ভূমি) অনেক দৌড়াদৌড়ি করতে হয়। সরকারি ভূমি উদ্ধারে তাদের মাঝে মাঝে অভিযানও পরিচালনা করতে হয়। সুতরাং তাদের সবারই গাড়ির প্রয়োজন। ইতোমধ্যে ১শ’টি গাড়ি কেনা হয়েছে, আরও গাড়ি কেনা হবে। পর্যায়ক্রমে সব জেলা-উপজেলা পর্যায়ের সহকারি কমিশনারদের গাড়ি দেয়া হবে। ’
সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় মোট ৩ হাজার ১শ’টি ভূমি অফিস নির্মাণ করা হবে।