Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সমাবেশের কারণে গণভোগান্তি হলে ব্যবস্থা নেওয়া হবে : ডিএমপি কমিশনার

বিএনপির নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সমাবেশের কারণে গণভোগান্তি হলে ব্যবস্থা নেওয়া হবে। আজ রবিবার সকালে বিএনপির সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।

জানা গেছে, ২৩টি শর্তে বিএনপিকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, “এখানে যাতে বিশৃঙ্খলা না হয়, জনদুর্ভোগ না হয়, যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা-ধ্বংসযজ্ঞ না হয়। সেই শর্তগুলো দেওয়া হয়েছে। আমরা আশা করছি, গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিএনপি এই সমাবেশ করবে। পুলিশের পক্ষ থেকে এই সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ”

কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “আমরা প্রত্যাশা করছি, সুশৃঙ্খলভাবে তারা (বিএনপি) সমাবেশ করবে। কোনোভাবে জনভোগান্তি সৃষ্টি করবে না। এরপরও যদি কেউ জনভোগান্তি সৃষ্টি করে, অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কারণ দেশে কেউ আইনের উর্ধ্বে নয়। ”

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top