স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল দাসের নিখোঁজ হওয়া এবং তাদের খুঁজে বের করতে না পারায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই।
আজ রবিবার রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
নৌপুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কি হয়েছে গোয়েন্দারা তা খতিয়ে দেখছে। অনুসন্ধান চলছে।
বিএনপির সমাবেশের আগে আইনশৃঙ্খলা বাহিনী গণপরিবহন বন্ধ করে দিয়েছে বলে ওঠা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইল তিনি বলেন, বিএনপি তাদের মতো করে সমাবেশ করছে। পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। এখানে কোনো সমস্যা নেই।