রাজধানীর বাড্ডায় বাসের ধাক্কায় সরোয়ার হোসেন টিটু (৩০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বাড্ডা লিংক রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাড্ডা থানার এএসআই মাসুদ শেখ জানান, বাড্ডা লিংক রোড মেইন রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী তুরাগ বাস টিটুর মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায় বলে জানান এএসআই
Share!