বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে হট ফেভারিট রংপুর রাইডার্স। টসে জিতে এ দিন ফিল্ডিং বেছে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
ইনিংসের পঞ্চম ওভারে দলকে প্রথম সাফল্য এনে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
উড়ন্ত সূচনার পর সৌম্য সরকারের উইকেট হারিয়েছে চিটাগং ভাইকিংস। মাশরাফি বিন মুর্তজার বলে টাইমিং গড়বড় করে ক্যাচ তুলে দেন দারুণ ফর্মে থাকা সৌম্য সরকার (৭)। মিড-অফ থেকে সহজ ক্যাচটি নিতে ভুল করেননি জিয়াউর রহমান। অন্যপ্রান্তে ২১ বলে ৫১ রান করে অপরাজিত আছেন অপর ওপেনার লুক রনচি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগং ভাইকিংসের সংগ্রহ ৫.৫ ওভারে ১ উইকেটে ৬৯ রান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বর্তমান রানার্সআপ রাজশাহী কিংসকে হারিয়েছিল রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় তথা সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স।