টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে বেসরকারি খাতে বাংলাদেশের প্রায় ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- ডিসিসিআই এর সভাপতি হোসেন খালেদ।
মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই ভবনে আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। পাশাপাশি বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতের সাথে সরকারের সমন্বয় করে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, বিনিয়োগ বাড়ানো ছাড়া সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সফল করা যাবে না। এজন্য বিদেশি সরাসরি বিনিয়োগের হারও বাড়ানো প্রয়োজন বলে জানান তিনি।