Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জিম্মির টাকা আদায়কালে পুলিশ সদস্যসহ আটক ৪

সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় চারজনকে জিম্মি করে টাকা আদায়ের সময় গাজীপুরের শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মকবুলসহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। ওই পুলিশ সদস্যা ছাড়া বাকি তিনজন ভুয়া ডিবি পুলিশ।

আজ বুধবার সকালে আশুলিয়া বাইপাইল থেকে তাদের আটক করা হয়। আটক অন্য তিনজন হলেন- ভুয়া ডিবি পুলিশসদস্য বিপ্লব হোসেন(২৬), স্বপন হোসেন (২৬) ও হাসমত আলী শেখ। এছাড়া তাদের হাত থেকে উদ্ধার হওয়া চার ব্যক্তি হলেন শামীম, রায়হান, আতিয়ার, মেহেদী হাসান।

জানা যায়, আটক এএসআই মকবুলের নেতৃত্বে এ চক্রটি বিভিন্ন সময় সাধারণ মানুষকে আটক করে মাইক্রোবাসে রেখে তাদের পরিবারের কাছে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা পেলে মহাসড়কের কোনো এক স্থানে তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবারও তারা এই কাজ করার সময় আশুলিয়া থানা পুলিশ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। তিনি বলেন, জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে গাজীপুরের শিল্প পুলিশের মকবুল নামে এক এএসআইসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top