রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমারের তীব্র নিন্দা জানিয়ে আবারো বিবৃতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে চীন ভেটো দেয়ায় মিয়ানমারের বিরুদ্ধে রেজ্যুলেশন ইস্যু করতে পারেনি সংস্থাটি।
সোমবার নিউইয়র্ক কার্যালয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তাব উত্থাপন হয়। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কাউন্সিলের অন্য সদস্যদের সম্মতিতে প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাজ্য।
কিন্তু এতে ভেটো দেয় মিয়ানমারের প্রতিবেশি ও মিত্র দেশ চীন। পরে রেজ্যুলেশনকে বিবৃতিতে পরিবর্তন করে যুক্তরাজ্য। এতে রাখাইনে অবিলম্বে সহিংসতা বন্ধ করতে এবং আর কোন সামরিক অভিযান না চালাতে মিয়ানমার সরকারের প্রতি সর্বসম্মতিক্রমে আহ্বান জানানো হয়।
বিবৃতিতে রাখাইনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে, গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আর এজন্য দেশটির সেনাবাহিনীকে আবারো দায়ি করা হয়। রাখাইনে সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা ছয় লাখ ৭০ হাজার ছাড়িয়েছে বলে উল্লেখ করা হয়।