নিজস্ব প্রতিনিধি: বাসশ্রমিককে হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে কুষ্টিয়ায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিববন ধর্মঘট শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটে কুষ্টিয়ার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম বলেন, ‘অন্যায়ভাবে আমাদের এক শ্রমিককে আটক করা হয়েছে। এ ছাড়া পরিবহনের শ্রমিকদের মাঝে মধ্যেই হয়রানি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ওই শ্রমিককে মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।’
‘প্রশাসন গত দুই মাসে আমাদের বিভিন্ন পরিবহনে ছয়বার অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার না করে অন্যায়ভাবে আমাদের শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে।’
গত ২৮ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে আলহাজ্ব নামক যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সিটের নিচ থেকে হেরোইন উদ্ধার করে পাবনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে আলহাজ্ব পরিবহনের সুপারভাইজার রুবেলকে আটক করা হয়। এর প্রতিবাদে আজ থেকে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।