চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের দারুণ নৈপুণ্যে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে ইতালিয়ান ক্লাবকে ৬-১ গোলে হারিয়েছে এনরিকের শিষ্যরা। বার্সার হয়ে জোড়া গোল করেন মেসি ও সুয়ারেজ। এছাড়া জেরার্ড পিকে ও আদ্রিয়ানো কোরেয়া করেন একটি করে গোল।খেলার ১৫ মিনিটেই সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। আলভেজের বাড়ানো বল রোমার জালে পাঠাতে ভুল করেননি সাবেক এ লিভারপুল তারকা। খেলার ১৮ মিনিটে বার্সার গোল ব্যবধান দ্বিগুণ করেন বার্সার প্রাণ ভ্রমরা মেসি। সুয়ারেজের দেয়া বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ। ৩-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় কাতালানরা।বিরতির পর ৫৬ মিনিটে রোমার জালে আরেকবার বল পাঠান জেরার্ড পিকে। মেসির বাড়ানো বল থেকে গোল পান তিনি। এর মাত্র ৩ মিনিট পর আবারও গোলের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। নিজের দ্বিতীয় এবং দলের ৫ম গোল করেন মেসি। ৭৭ মিনিটে স্কোরলাইন ৬-০ করেন আরেক ব্রাজিলিয়ান তারকা আদ্রিয়ানো। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে রোমার হয়ে একমাত্র গোলটি করেন এডেন জেকো।
রোমার জালে বার্সার ৬ গোল
Share!