নিজস্ব সংবাদদাতা: নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বহির্বিভাগ বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করছে ইন্টার্নসহ শতাধিক চিকিৎসক।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বহির্বিভাগে টিকেট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টার্ন জানান, গত শনিবার ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় হৃদরোগ বিভাগে এক রোগীর মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও বহিরাগত কয়েকজন হৃদরোগ বিভাগের দায়িত্বরত চিকিৎসকদের মারধর করে। এ সময় এক চিকিৎসকের হাত ভেঙে যায়। এর প্রতিবাদে আজ সকালে বিক্ষোভ করছেন তাঁরা।
ওই ইন্টার্ন আরো জানান, বিক্ষোভ সমাবেশে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ আরো কয়েকটি দাবি তুলেছেন তাঁরা।
এদিকে ইন্টার্ন ও চিকিৎসকরা এখনো বহির্বিভাগের সামনে অবস্থান করছেন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি ঘটনাস্থলে গিয়েছেন।