বাগেরহাটের মোংলায় সুন্দরবনের জোংড়া খাল এলাকায় বস্তার ভেতর থেকে সংজ্ঞাহীন অবস্থায় এক নারীকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।
গতকাল সোমবার বিকেলে ওই নারীকে উদ্ধার করা হয়।
ওই নারীর নাম মোছাম্মৎ রাশিদা (৪০)। তাঁকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দুপুরে মোংলার গোলবুনিয়া গ্রামের ফারুক ফরাজী (৩০) কয়েকজনকে নিয়ে পশুর নদসংলগ্ন সুন্দরবনের জোংড়া এলাকায় মাছ ধরতে যান। এ সময় তাঁরা নদীর তীরে বনের পাশে একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটির মুখ খুলে সংজ্ঞাহীন অবস্থায় পান ওই নারীকে।
জেলেরা আরো জানান, উদ্ধারের পর ওই নারীকে প্রথমে তাঁরা পল্লীচিকিৎসকের কাছে নিয়ে যান। সেই চিকিৎসক দেখেশুনে ওই নারীকে জীবিত আছে বলার পর জেলেরা তাঁকে রাতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাফিউল হাসান জানান, উদ্ধার হওয়া নারী শুধু তাঁর নামটুকু বলতে পারছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগেরহাট সিভিল সার্জনকে বিষয়টি জানানো হলে উন্নত চিকিৎসার জন্য সিভিল সার্জন তাঁকে বাগেরহাট পাঠাতে বলেন। এদিকে, পুলিশ খবর পেয়ে হাসপাতালে এলেও অজ্ঞাত বলে তারা এর দায়িত্ব না নিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যায়।
এদিকে জেলে ফারুক ফরাজী বলেন, বস্তার মধ্যে ওই নারী সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিলেন। তবে তিনি স্থানীয় নন, স্থানীয় হলে লোকজন তাঁকে চিনতে পারতেন।