নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকেই বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা হিসেবে মানেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকল দলের সঙ্গে সংলাপ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা এটা এখনো ওন (ধারণ) করি।’
তিনি বলেন, ‘১৯৭৫ থেকে ৭৭ পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল না। তার আগে ছিল। পরে জিয়াউর রহমান তা প্রতিষ্ঠা নয়, পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। কোনো দলকে খুশি করার জন্য নয়, এটি তথ্যভিত্তিক কথা।