জুয়া খেলায় বাধা দেওয়ায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূ জান্নাত বেগমের স্বামী মোকলেছ মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টায় উপজেলার হাফছড়ির দক্ষিণ হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ জান্নাত বেগমের (২২) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে উপজেলার হাফছড়ি ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া এলাকার মোকলেছ মিয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফারুক মিয়ার মেয়ে জান্নাতের বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের এক ছেলে সন্তান আছে। নিহত জান্নাতের বাবা ফারুক মিয়ার ভাষ্য, বিয়ের পর থেকে মোকলেছ প্রায়ই যৌতুকের জন্য জান্নাতকে চাপ দিতেন। কয়েকবার তা পূরণও করে জান্নাত বেগমের পরিবার। জুয়া খেলে টাকা নষ্ট করায় তাদের মধ্যে কলহ লেগেই থাকত। সোমবার সকালেও একই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মোকলেছ তাঁর স্ত্রী জান্নাতের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে। এ ব্যাপারে জানতে চাইলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন টিটু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন মোকলেছ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জান্নাতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
জুয়া খেলতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা!
Share!