নিজস্ব প্রতিবেদক: নানির সঙ্গে বেড়াতে গিয়েছিল শিশু রাব্বি (৯)। বাসে করে পিরোজপুর থেকে নাতি রাব্বিকে নিয়ে সাতক্ষীরায় ফিরছিলেন রওশন আরা। পথে যে হৃদয়বিদারক ঘটনাটি ঘটল, তা কোনোদিন কারো কল্পনাতেও ছিল না। অসতর্কতার কারণে হঠাৎই হন্তারক ট্রাকের ধাক্কায় মাথা থেকে ধর আলাদা হয়ে গেল শিশু রাব্বির। সোমবার দুপুরে সাতক্ষীরার বেনেরপোতায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রাব্বি সাতক্ষীরা শহরের ইটাগাছার সোহাগ হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, নানি রওশন আরার সঙ্গে পিরোজপুরে গিয়েছিল রাব্বি। সেখান থেকে বাসে করে নানির সঙ্গে ফিরছিল সে।
এ সময় রাব্বি বাসের জানালা দিয়ে মাথা বাইরে রেখেছিল। হঠাৎ বিপরীত দিক থেকে একটি ট্রাক ওই বাসটির ধার ঘেঁষে যাওয়ার সময় রাব্বির মাথায় সজোরে আঘাত করে। এতে রাব্বির মাথা ছিঁড়ে ধর থেকে আলাদা হয়ে যায়।’
ওসি আরো জানান, পরে রাব্বির মস্তক উদ্ধার করা হয়েছে। পুলিশ বাসটি (সাতক্ষীরা জ ১১-০০৮২) জব্দ করেছে।