Tuesday , 22 April 2025
সংবাদ শিরোনাম
নাসার সঙ্গে চুক্তির সুফল ২০-২৫ বছর পর : বিডার চেয়ারম্যান

নাসার সঙ্গে চুক্তির সুফল ২০-২৫ বছর পর : বিডার চেয়ারম্যান

বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এর ৫৪তম স্বাক্ষরকারী দেশ। এই চুক্তির সুফল আগামী ২০-২৫ বছরের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছেন।

আগামী ২০-২৫ বছর পর এর সুফল পাওয়া যাবে।দেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে সফররত যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের সঙ্গে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বসবেন বলে জানান বিডার চেয়ারম্যান।

তিনি বলেন, বিনিয়োগ আর্কষণে শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করবে সরকার।

আশিক মাহমুদ বলেন, ‘মার্কিন শুল্কের সমস্যা শুধু বাংলাদেশের না।

এটা বৈশ্বিক সমস্যা। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আমাদের এই কৌশলকে সঠিক বলেছেন বিনিয়োগ সম্মেলনে আসা উদ্যোক্তারা।’ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করে আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের স্মৃতি নিয়ে ফিরে যাবেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top