Thursday , 10 April 2025
সংবাদ শিরোনাম
৭ দিনের মধ্যে বিচার শুরু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার

৭ দিনের মধ্যে বিচার শুরু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার

আগামী সাত দিনের মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান আইন উপদেষ্টা। খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশাবাদী তিনি।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হবে।

ধর্ষণ মামলায় অতীতে বিচারকাজ শুরু হয়ে অব্যাহত শুনানির মাধ্যমে ৭-৮ দিনে বিচারকাজ শেষ হওয়ার নজির আছে।’

আইন উপদেষ্টা আরো বলেন, ‘আমরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমোর্টেম নেওয়ার ব্যবস্থা করেছি, আজকেই পাওয়া যাবে। ডিএনএ রিপোর্ট একটা প্রক্রিয়ায় থাকে, আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন হয়ে গেছে।

ইতোমধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।এর আগে আজ দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা যায়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশু আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top