Tuesday , 8 April 2025
সংবাদ শিরোনাম
আজ আন্তর্জাতিক গণিত দিবস

আজ আন্তর্জাতিক গণিত দিবস

আজ আন্তর্জাতিক গণিত দিবস। মার্চের ১৪ তারিখটি ইতিমধ্যে পাই দিবস হিসাবেও পরিচিত এবং বিশ্বের অনেক দেশে পালিত হয়। এটির নামকরণ করা হয়েছে গুরুত্বপূর্ণ সংখ্যা π (পাই)-এর নামানুসারে যার মান ৩.১৪-এর কাছাকাছি।

আমেরিকানদের তারিখ লেখার স্টাইল হচ্ছে আগে মাস আসবে এরপরে দিন।

আমরা আগে দিন তারপর মাস লিখে থাকি। আমেরিকান নিয়মে আজকের তারিখ ৩.১৪.২০২২ খ্রিষ্টাব্দ। গণিতের ইউক্লিডীয় জ্যামিতির নিয়মে কোনো একটি বৃত্তের পরিধি এবং এর ব্যাস এর মধ্যে অনুপাত সবসময় একটি ধ্রুবক সংখ্যা। আর এই ধ্রুব সংখ্যাটি হলো ‘পাই’।

১৯৮৮ সাল থেকে এই দিনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পাই দিবস উদযাপিত হয়ে আসছে। তবে ২০২০ সাল থেকে এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণিত দিবস পালন করা হচ্ছে।

এই দিবসটি গণিতবিদদের কাছে আরো একটি কারণে তাৎপর্যপূর্ণ। ১৮৭৯ সালের মার্চের ১৪ তারিখ বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেছিলেন।

আবার ২০১৮ সালের ১৪ই মার্চ আরেক বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতবিদ স্টিফেন হকিং মৃত্যুবরণ করেছিলেন। এতসব তাৎপর্য বিশ্লেষণ করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠন-ইউনেস্কো পাই দিবস হিসেবে পালিত ১৪ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবসের স্বীকৃতি দিয়েছে।

২০১৯ সালের নভেম্বরে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪০ তম অধিবেশন দ্বারা সমগ্র বিশ্বের গণিতবিদদের জন্য ১৪ মার্চ তারিখটি আন্তর্জাতিক গণিত দিবস বা পাই দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পরবর্তী বছর আন্তর্জাতিক গণিত দিবস -এর উদ্বোধনী উদযাপনটি ১৪ মার্চ, ২০২০-এ হয়েছিল এবং এর থিম ছিল ‘গণিত সর্বত্র’।

আমরা আমাদের জীবনের প্রাত্যহিক কাজের প্রায় সব ক্ষেত্রেই গণিতের প্রয়োগ করে থাকি।

বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে গণিত ছাড়া চলা প্রায় অসম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই গণিতের ব্যবহার রয়েছে। আর বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে মহামারীর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের পাই দিবসের থিম ছিল ‘একটি উন্নত বিশ্বের জন্য গণিত’।

গাণিতিক মডেল এবং পরিসংখ্যান বিষয় দুটি সাধারণত এপিডেমিক রোগের দ্রুত বিবর্তন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে এবং প্রশমন কৌশলগুলিকে অপ্টিমাইজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণে বিজ্ঞানীদের জন্য অপরিহার্য হাতিয়ার। একটি উন্নত বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে গণিত যে ভূমিকা পালন করে তা মহামারী প্রতিক্রিয়ার বাইরে ছিল না।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top