টেলিগ্রাম জানিয়েছে, নতুন ফিচারে ব্যবহারকারীরা নতুন মেসেজের জন্য স্টার মার্ক করার সুবিধা পাবেন। প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে নতুন কোনো নম্বর থেকে বার্তা এলে তা স্টার করতে পারবেন তারা। যার ফলে স্প্যাম চ্যাট কমবে। এমনকি ব্যবহারকারীরা নিজেরাও টেলিগ্রাম স্টার বানাতে পারবেন।
নতুন আপডেটে ‘কন্টাক্ট কনফারমেশন’ নামে নতুন ফিচার যোগ করা হয়েছে। এই নতুন ফিচারের ফলে কোনো অপরিচিত নম্বর থেকে বার্তা এলে নতুন একটি নোটিফিকেশন আসবে ব্যবহারকারীর মোবাইলে। সেখানে বার্তা পাঠানো ব্যক্তির সমস্ত তথ্য থাকবে। তিনি কোন দেশের বাসিন্দা, কোনো গ্রুপে তারা একসঙ্গে রয়েছেন কি না, তাদের অ্যাকাউন্টের তথ্য যেমন, কবে থেকে ওই ব্যক্তি টেলিগ্রাম ব্যবহার করছেন ইত্যাদি তথ্য প্রদান করা হবে।
Share!