Monday , 7 April 2025
সংবাদ শিরোনাম
টেলিগ্রাম নতুন যে আপডেট নিয়ে আসছে

টেলিগ্রাম নতুন যে আপডেট নিয়ে আসছে

ইউজারদের জন্য সুখবর নিয়ে এসেছে টেলিগ্রাম। তাদের সুবিধার জন্য নতুন আপডেট নিয়ে এসেছে এই অ্যাপটি। টেলিগ্রাম জানিয়েছে, নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের নিরাপত্তা আরো জোরদার করবে। কী আছে সেই আপডেটে, তা জানুন এই প্রতিবেদনে।

কী আছে টেলিগ্রামের আপডেট ভার্সনে

টেলিগ্রাম জানিয়েছে, নতুন ফিচারে ব্যবহারকারীরা নতুন মেসেজের জন্য স্টার মার্ক করার সুবিধা পাবেন। প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে নতুন কোনো নম্বর থেকে বার্তা এলে তা স্টার করতে পারবেন তারা। যার ফলে স্প্যাম চ্যাট কমবে। এমনকি ব্যবহারকারীরা নিজেরাও টেলিগ্রাম স্টার বানাতে পারবেন।

নতুন আপডেটে ‘কন্টাক্ট কনফারমেশন’ নামে নতুন ফিচার যোগ করা হয়েছে। এই নতুন ফিচারের ফলে কোনো অপরিচিত নম্বর থেকে বার্তা এলে নতুন একটি নোটিফিকেশন আসবে ব্যবহারকারীর মোবাইলে। সেখানে বার্তা পাঠানো ব্যক্তির সমস্ত তথ্য থাকবে। তিনি কোন দেশের বাসিন্দা, কোনো গ্রুপে তারা একসঙ্গে রয়েছেন কি না, তাদের অ্যাকাউন্টের তথ্য যেমন, কবে থেকে ওই ব্যক্তি টেলিগ্রাম ব্যবহার করছেন ইত্যাদি তথ্য প্রদান করা হবে।
নতুন আপডেট ভার্সনে ব্যবহারকারীরা এখন তাদের জমানো স্টারগুলো ব্যবহার করে অন্যদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপহার দিতে পারবেন। টেলিগ্রাম আরো জানিয়েছে, ব্যবহারকারীরা ২১ দিন পর পর তাদের স্টার ব্যবহার করতে পারবেন। এ ছাড়া প্রোফাইল কভারে ৬টি উপহার পিন করে রাখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সেটিংস থেকে মাই প্রোফাইলের গিফট সেকশনে গিয়ে তা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top