ভারতকে রেকর্ড তিনবার চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন করার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। ৭৬ রানের ইনিংস খেলে ট্রফি জয়ের সঙ্গে সেদিন ম্যাচসেরাও হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। এবার র্যাংকিংয়েও পুরস্কার পেয়েছেন তিনি।
ফাইনালের দুর্দান্ত ইনিংসটির জন্য ওয়ানডের ব্যাটারদের র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে রোহিতের।
তার বর্তমান স্থান তিনে। শীর্ষে আছেন ভারতের আরেক ওপেনার শুবমান গিল। দুই ভারতীর মাঝে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। রোহিতের উন্নতি হওয়ায় এক ধাপ করে পিছিয়েছেন হেনরিখ ক্ল্যাসেন (৪ নম্বর) ও বিরাট কোহলি (৫ নম্বর)।
চ্যাম্পিয়নস ট্রফির দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রানার্স আপ দল নিউজিল্যান্ডের তিন ব্যাটার। এক ধাপ এগিয়ে ৬ নম্বরে আছেন ড্যারিল মিচেল। টুর্নামেন্টে দুই সেঞ্চুরি হাঁকানো রাচিন রবীন্দ্র ১৪ ধাপ এগিয়ে ১৪ নম্বরে। আর তাদের সতীর্থ গ্লেন ফিলিপস ছয় ধাপ এগিয়ে ২৪ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারেরও। টুর্নামেন্টে ৯ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে ২ নম্বর বোলার এখন তিনি। বিশ্বের ১ নম্বর বোলার হচ্ছেন শ্রীলঙ্কান স্পিনার মহীশ তিকশানা। ৭ উইকেট নেওয়া ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে আছেন। ৫ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা তিন ধাপ এগিয়ে শীর্ষ ১০ নম্বরে আছেন।
ভারতের আরেক স্পিনার বরুণ চক্রবর্তীও ৯ উইকেটে নেওয়ার পুরস্কার পেয়েছেন। ১৬ ধাপ এগিয়ে ৮০ নম্বরে আছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ৮ উইকেট নেওয়া মাইকেল ব্রেসওয়েলের উন্নতি হয়েছে ১০ ধাপ। কিউই অফস্পিনার আছেন ১৮ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। শীর্ষে আছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তবে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে (৫ নম্বর) পেছনে ফেলে চারে ওঠেছেন কিউই অধিনায়ক স্যান্টনার। উন্নতি হয়েছে স্যান্টনারের দুই সতীর্থ ব্রেসওয়েল ও রাচিনেরও। আটে থাকা রাচিনের (৮ ধাপ উন্নতি) সাতে আছেন ব্রেসওয়েল (৭ ধাপ উন্নতি)।