Tuesday , 8 April 2025
সংবাদ শিরোনাম
আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত

পাকিস্তানে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি হত্যার দাবি জানিয়েছে পাকিস্তানি সেনা বাহিনী। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগান সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানে সেনা অভিযান চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। এ অভিযানে অন্তত ৩০ জন জঙ্গী নিহত হয়েছে বলে সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানির সেনা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযানটি প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলায় পরিচালিত হয়েছিল। এই এলাকায় অন্য কোনও জঙ্গি পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। এ পর্যন্ত ৪৪৪টি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৬৮৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির অনুগত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top