Monday , 7 April 2025
সংবাদ শিরোনাম
আরও ৫২৯ জনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার

আরও ৫২৯ জনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার

সারাদেশে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনে গত ২৪ ঘণ্টায় আরও ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান ছাড়াও সব মিলে বিভিন্ন অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫২৯ জন গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার ৯৭৪ জন।

তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত একটি বিদেশি পিস্তল, শুটার গান একটি, গুলি সীসা কার্তুজ একটি করে, কার্তুজের খোসা দুটি, চাপাতি একটি, রামদা দুটি, ছেনি একটি, দা দুটি, ছোরা চারটি, চাকু একটি, ধামা একটি, স্টিলের বাটন একটি, প্লাস একটি ও খেলনা পিস্তল একটি।

দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে। যৌথবাহিনী সারাদেশে একযোগে এই অভিযান পরিচালনা করছে।

ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট ‘শয়তান’ নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top