Thursday , 24 April 2025
সংবাদ শিরোনাম
চরম বৈষম্যের শিকার ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা  দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ।

চরম বৈষম্যের শিকার ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ।

স্টাপ রিপোর্টার্স মোঃ কাজল হোসেন

জাতীয়করণের দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে পেস ক্লাবে অবস্থান করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। সরকারিভাবে কোন প্রতিশ্রুতি না পাওয়াই রবিবার (২৬ জানুয়ারি) শাহবাগ মোড়ে একত্রিত হন তারা।
এবং স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন।
জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্যসচিব মোহাম্মাদ আল-আমিন।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ‘১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার ব্যাপারে তিন হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ছাড়া এমপিওভুক্তও করা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনও সুযোগ-সুবিধা পাইনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top