Saturday , 26 April 2025
সংবাদ শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর উৎদোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ সম্পূর্ণ।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর উৎদোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ সম্পূর্ণ।

১৮ই জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিনিধি

১৭জানুয়ারি ২০২৫ বাংলাদেশ এর বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকদেরকে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর উৎদোগে প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ করেন। এই কর্মশালা সাংবাদিকদের বেসিক ধারণা গুলো নিয়ে প্রশিক্ষণ দেন কয়েকজন সিনিয়র সাংবাদিক। সকাল ১০ টা হতে প্রথম পর্ব শুরু হয় দুপুর ১ টা পযর্ন্ত। দ্বিতীয় পর্ব বিকেল ৩ টায় থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পযন্ত চলে।
প্রশিক্ষণ শেষে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মেধার ভিত্তিতে সনদ প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন, দৈনিক পাঞ্জেরী পত্রিকার নিবাহী সম্পাদক তালুকদার রুমি, ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্টাল প্রেস ক্লাবের সভাপতি, খান সেলিম রহমান,
দৈনিক একুশের বানী পত্রিকার সম্পাদক, মোঃ আশরাফ সরকার, ওয়াল্ড মিডিয়া ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি মো: আজিজুল হক পাটোয়ারি, বাংলাদেশ সাংবাদিক লেখক ও প্রকাশক গনমাধ্যম পাঠাগার ফোরাম এর সভাপতি এম এম ফয়েজ উল্লাহ পাঠান। মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,মোঃ সিহাব উদ্দিন। ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার নিবাহী সম্পাদক মোঃ সাহজান সাজু, ডিপিসি বাংলা টিভির পরিচালক আসিকুর রহমান হাসেমী, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আসাদুজ্জামান রনি,
দৈনিক মাতৃজগত পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাবু, ঢাকা প্রেস ক্লবের মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা ও মারিয়া ইসলামসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিগন উপস্থিত ছিলেন। এই সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন প্রত্যেক সাংবাদিকে এমন বেসিক ট্রেনিং নেওয়া উচিত, যেখানে ক, খ অ,আ পড়ানো হয়, নিউজ লেখা, নিউজ লেখার নিয়ম, সাংবাদিকগন কোথায় কাজ করবেন, কোথায় কিভাবে সংবাদ সংগ্রহ করবেন, সাংবাদিকদের কেমন আচরণ হওয়ার উচিত। একেবারে খুটিনাটি ধারণা গুলো নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা, আজ ১৯তম ব্যাচের সমাপনী হলো, আগামীকাল সকাল থেকে ২০ তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। সারাদিন প্রশিক্ষণ নেওয়ার পর শেষ অধ্যায় মেধা যাচাই করার জন্য ৩০ মিনিটের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় নেওয়া
হয়, এতে মেধাবীদেরকে পুরস্কৃত করা হয়, এবং সাটিফিকেট বিতরণ করা হয়। এতে প্রশিক্ষণাথী নতুন নতুন তথ্য জানতে পেরে আনন্দ উপভোগ করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরও বলেন প্রতি মাসে এমন প্রশিক্ষণ ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হইবে। বিগত কয়েক বৎসর থেকে এমন প্রশিক্ষণ করে আসছি, আগামী দিনগুলোতে প্রতিটি জেলায় জেলায় এমন প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হবে। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জেলা অফিস গুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, প্রতিটি জেলায় প্রশিক্ষক ঢাকা থেকে পাঠানো হবে, ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক, পিআইভি থেকে প্রশিক্ষক, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে প্রশিক্ষক, সিনিয়র সাংবাদিকগন) এতে প্রতিটি জেলার সাংবাদিকরা অন্তত কিছু হলেও শিখতে পারবে,অভিজ্ঞতা নিতে পারবে, সর্বশেষ বলেন বাংলাদেশের সকল সাংবাদিকদের প্রতি আহবান করেন, আপনারা সদস্য হয়ে সহযোগিতা করুন, আপনি যে-ই সংগঠনই করেন প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিট, সাংবাদিক সংগঠন কোন সমস্যা নেই, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন দরজা সব সময় সাংবাদিকের জন্য খোলা থাকবে। দলমত নির্বিশেষে, অরাজনৈতিক নিরপেক্ষ সাংবাদিক সংগঠন বৈষম্য বিরোধী সংগঠন, সারা দেশে জেলা ও থানা কমিটির কাজ চলছে আগে আসলে আগে জায়গা পাবেন ভিত্তিতে কমিটি নেওয়া হচ্ছে। আপনি সাংবাদিক হলেই সদস্য হওয়ার সুযোগ আছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top