বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে অসচ্ছল-শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঝিকরা ইউনিয়ন জামায়াতে ইসলামী। শনিবার (৪ জানুয়ারী ২০২৫) উপজেলার ঝিকরা ইউনিয়নে ঝিকরা ইসলামী দাখিল মাদ্রাসা মাঠে ঝিকরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা বাইতুল মাল সেক্রেটারী মাওলানা মোঃ ইব্রাহিম আলী। ঝিকরা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ ইয়াকুব আলী প্রামাণিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারী মাওলানা মোঃ বেলাল উদ্দিন মাষ্টার, ঝিকরা ইউনিয়ন উলমা বিভাগের সভাপতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ । উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন বলেন, এ দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে হলে সৎ, দুর্নীতি মুক্ত এবং জনগণের অধিকার আদায়ের সচেষ্ট একটি সরকার প্রয়োজন।
বাগমারা ঝিকরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে সহায়তার জন্য কোথাও যেতে হবে না। সরকার তার নিজ দায়িত্বে সব মানুষের বাড়ি-বাড়ি সহায়তা পৌঁছে দেবে। চলতি শীতে তিনি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
Share!