অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ রবিবার সন্ধ্যা ৭টায় ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা।
ভাষণের শুরুতে দেশবাসীকে সালাম জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখ লাখ শহিদ এবং গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহিদকে স্মরণ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখের দৃষ্টি হারিয়েছে। যারা নয় দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছে; যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে; কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের, আপনাদের ভাই-বোনদের, আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা গত ১০০ দিনে সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও সংস্কার নিয়ে কথা বলছেন।