Sunday , 22 December 2024
সংবাদ শিরোনাম
চাঁদপুরে ২২ জেলে আটক  ২০০ কেজি ইলিশসহ

চাঁদপুরে ২২ জেলে আটক ২০০ কেজি ইলিশসহ

চাঁদপুরে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ২২ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুই নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাছ ধরার ৫টি নৌকা, বিপুল জাল এবং প্রায় ২শ কেজি ইলিশ জব্দ করা হয়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সরকারি পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, আটক হওয়া ২২ জেলের মধ্যে ১৫ জনকে মৎস্য সংরক্ষণ আইনে মামলার প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয়।

অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা এবং কিশোর হওয়ায় অন্য দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।এছাড়া, মাছ ধরার ইঞ্জিনচালিত ৫টি নৌকা সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। একই সঙ্গে জব্দ করা ইলিশ দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

এদিকে, পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাল ও নৌকা নিয়ে নেমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে শনিবারের ২২ জনসহ গত ১৩ অক্টোবর থেকে এখন পর্যন্ত শতাধিক জেলেকে নৌ পুলিশ ও কোস্টগার্ড আটক করেছে। গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময় ইলিশ শিকার, ক্রয় বিক্রয়, পরিবহন এবং মজুদও নিষিদ্ধ করা হয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top