Sunday , 22 December 2024
সংবাদ শিরোনাম

বিসিবির জরুরি বোর্ড মিটিং আগামীকাল

৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকে একপ্রকার অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের আঙ্গিনা যাদের পদচারণায় মুখরিত ছিল, রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের প্রায় সকলেই চলে গিয়েছেন আড়ালে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ নেই। অন্যান্য অনেক বোর্ড পরিচালকই আছেন নাগালের বাইরে।
কথা চলছে বোর্ড সভাপতির পরিবর্তনের বিষয় নিয়েও। নাজমুল হাসান পাপনও নিজের পদ ছাড়তে রাজি বলে জানা গিয়েছে। এমন অবস্থায় আগামীকাল (২১ আগস্ট) জরুরী বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।
নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক নিশ্চিত করেছেন আগামীকালের বোর্ড সভার ব্যাপারে। সেই পরিচালক বলেন, ‘জরুরি বোর্ড সভা ডেকেছে কাল সকাল ১১টায়। সব পরিচালকদেরই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতমধ্যে।’
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৯ পরিচালকের উপস্থিতি আবশ্যক। এছাড়া বোর্ড সভা ডাকার এখতিয়ার মূলত সভাপতির। তবে চলমান অবস্থায় বিসিবির কার্যক্রমে নেই সভাপতি নাজমুল পাপন। গুঞ্জন আছে নতুন একজন সভাপতি নিয়োগের ব্যাপারে। এসব দিক বিবেচনায় বড় সিদ্ধান্ত আসতে পারে আগামীকালের এই বোর্ড সভা থেকে।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top