Sunday , 22 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারা মদাখালী হাটে টয়লেট, হাউজ ও মর্টার পাম্প স্থাপনের উদ্বোধন

বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী
জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে  আধুনিক মানের টয়লেট, হাউজ নির্মাণ ও মর্টার পাম্প স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
সমবার (১০শে জুন ২০২৪) সকাল ১০ টার সময় উপজেলার ঝিকরা ইউনিয়নের মদাখালী হাট পরিচালনা কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে ও হাট পরিচালনা কমিটির সদস্য মোঃ রেজাউল করিমের পরিচালনায় টয়লেট, হাউজ ও মর্টার পাম্প স্থাপনের  উদ্বোধন করেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম । উদ্বোধনপূর্ব বক্তব্যে ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এ টয়লেট হাউজ ও মর্টার পাম্প সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা দরকার। নইলে বিপুল পরিমাণ অর্থ দিয়ে নির্মিত আধুনিক মানের এ টয়লেট, হাউজ ও মর্টার পাম্প কার্যত কোনো কাজে আসবে না।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্প অর্থায়নেঃ (এলজিইডি) হাট- বাজার উন্নয়ন-অর্থ-বছরঃ ২০২৩ -২০২৪  প্রকল্প সভাপতি মোঃ ইয়াহিয়া আল- মামুন, নয় নম্বর ওয়ার্ড সদস্য।

বরাদ্দঃ ১ লক্ষ টাকা ব্যয়ে এই টয়লেট, হাউজ ও মর্টার পাম্প নির্মাণ করা করছে। নতুন এ  টয়লেট, হাউজ ও মর্টার পাম্প  ঝিকরা ইউনিয়নের মদাখালী হাটের আশপাশের সাধারণ মানুষ এবং হাটে আসা সাধারণ নাগরিকদের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। আধুনিক ও দৃষ্টিনন্দন এই পাবলিক টয়লেটে হাটের সাধারণ জন্য , হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক ব্যবস্থা রয়েছে। প্রসঙ্গত, আধুনিক মানসম্মত এই পাবলিক টয়লেট ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহযোগিতায় পরিকল্পনায় স্থাপন করা হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রকল্প সভাপতি ঝিকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া আল-মামুন,

 খোর্দ্দঝিনা  মদাখালী হাট পরিচালনা কমিটি মোঃ মিজানুর রহমান মাষ্টার, মোঃ জাকিরুল ইসলাম, মোঃ রহিদুল ইসলাম,মোঃ আশরাফুল ইসলাম সহ- স্থাণীয় নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top