১৫৭ উপজেলায় ছুটি ঘোষণা ২১ মে
Posted by: newsfair
May 16, 2024
in সারাদেশ
Leave a comment
উপজেলা নির্বাচনের কারণে দেশের ১৫৭টি উপজেলা পরিষদে আগামী ২১ মে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এসব উপজেলায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এসংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ১৫৭ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২১ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
2024-05-16