গাজীপুরের কাশিমপুরে বাড়িতে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ আট লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ছাড়া তাদের হামলায় আহত হন এক চীনা নাগরিক।
সোমবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক মিয়নের অভিযোগ, সোমবার রাতে ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-মুখ বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ফ্লাটের নিচ তলায় থাকা এক চীনা নাগরিকের মাথায় আঘাত করে রক্তাক্ত করে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিমপুর থানার ওসি সানোয়ার জাহান বলেন, ৭-৮ জন ডাকাত একটি ফ্লাট বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে তারা পালিয়ে যাওয়ার সময় সামনে ওই চীনা নাগরিককে দেখতে পান। চীনা নাগরিক চিৎকার, চেঁচামেচি করলে ডাকাতরা তাকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারসহ ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ডাকাতদের অতি দ্রুত গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।