ভারত থেকে আগামী তিনদিনের মধ্যে দেশে পেঁয়াজ আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ভারত থেকে আজ কিংবা আগামীকাল পেঁয়াজ ট্রেনে উঠবে। আগামী তিনদিনের মধ্যে দেশে আসবে। পেঁয়াজ আসা নিয়ে কোনো রকম সমম্যা আছে বলে জানা নেই।
শনিবার (২৩ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভারতে যে পেঁয়াজ কেনা হয়েছে সেগুলো তিনদিনের মধ্যে রেলযোগে বাংলাদেশে এসে পৌঁছাবে বলেও জানান প্রতিমন্ত্রী।
ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে এর কোন প্রভাব পরবে না বলে মন্তব্য করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫/১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি পণ্য মজুত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বাভাবিক বাজারের বেচা-কেনায় কোন রকম পুলিশি তৎপরতারও প্রয়োজন নেই।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।