চট্টগ্রামের এস আলম রিফাইনড সুগার মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টা ৫০ মিনিটে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকা এ ঘটনা ঘটে।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরো ৬টি ইউনিট যুক্ত হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসেনি।’ তবে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Share!