যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূতের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এমপি রুশনারা আলি। শ্যাডো ইনভেস্টমেন্ট অ্যান্ড স্মল বিজনেস মন্ত্রী হিসেবে নিয়োগের পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
চলতি সপ্তাহে এক বিবৃতিতে রুশনারা বলেন, ২০১৬ সাল থেকে বাংলাদেশে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হিসেবে কাজ করা আমার জন্য আনন্দের। পদটি যে চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে এসেছে তা আমি পুরোপুরি উপভোগ করেছি এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে আমি অবদান রেখেছি জেনে আমি গর্বের সঙ্গে এ পদ ছেড়ে দিচ্ছি।
তিনি বলেন, ট্রেড এনভয় নেটওয়ার্কের ক্রস-পার্টি প্রকৃতি এর অন্যতম বড় শক্তি। আমার ক্ষেত্রে দায়িত্বটি আমাকে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এবং আমাদের অর্থনৈতিক সম্পর্ককে সমর্থন ও গভীর করার সুযোগ দিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে একটি চিঠিও পাঠিয়েছেন রুশনারা আলি।