বাগমারা প্রতিনিধিঃরাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী ২০২৪)সকাল ১০ টার সময় ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা হলরুমে দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে বিদায় ও দোয়ায়ী অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত এ, টি,এম, সামছুজ্জামানের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ইয়াকুব আলী এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সহকারী মাওলানা আকলিমা বিবি। ফাযিল মাদ্রাসার সহকারী মাওলানা মোছাঃ আকলিমা বিবি দাখিল পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা দাখিল পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। মাদ্রাসার শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। মাদ্রাসার সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আঃ জলিল মাষ্টার। তিনি বলেন, বি এনপি -জামায়াত জোট সরকার আমলে ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসায় কোন উন্নয়ন হয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে মাদ্রাসার পশ্চিম দিকে একতলা ভবন নির্মান ও ২০০৮- আবারো ক্ষমতায় আসলে ২০২৩ সালে মাদ্রাসার পূর্ব দিকে চারতলা ভবন নির্মাণ করেছেন। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য বছরের প্রথমে ১ লা জানুয়ারী মাসে বিনামূল্য বই বিতরণ করছেন। এলাকার উন্নয়নসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক কাজ করছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও চারবারের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন। এ সময় উপস্তিত ছিলেন, ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার অবসর প্রাপ্ত মাওলানা আলহাজ্ব আঃ মান্নান প্রামানিক, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আঃ ছামাদ প্রামানিক, সাবেক ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, সাবেক সদস্য ডাঃ গোলাম হোসেন, মোঃ সমশের আলী, মোঃ আঃ রশিদ প্রামানিক, ডাঃ সাইদুর রহমান, মোঃ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল হক, শিক্ষক সহ– ছাত্র-ছাত্রীদের অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত বিদায় ও দোয়ায়ী অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার সহকারী মৌলভীর মাওলানা মোঃ মুনছুর রহমান।
বাগমারায় ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ায়ী অনুষ্ঠিত
Share!