বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের কুদাপাড়া আহাদিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারী ২০২৪)সকাল ১০ টার সময় কুদাপাড়া আহাদিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ রইচ উর্দ্দিন তালুকদারে সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোবারক হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সুপার মাওলানা মাসউদুর রহমান। দাখিল মাদ্রাসার সুপার দাখিল পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা দাখিল পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। মাদ্রাসার শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। মাদ্রাসার সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন। এলাকার উন্নয়নসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক কাজ করছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও চারবারের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন। এ সময় উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কায়েম ফৌজদার, সাবেক তিন নম্বর ওয়ার্ডের বর্তমান মহিলা সদস্য মোছাঃ মোরশেদা বিবি,ইউপি সদস্য মোঃ আঃ জব্বার চৌবদার, মোঃ মোবারক হোসেন মুঞ্জু, মাদ্রাসা কমিটির সদস্য মোঃ শাহাজান আলী ফৌজদার,মোঃ হাফিজুল ইসলাম,মোঃ আফজাল হোসেন মোঃ আশরাফ আলী, শিক্ষক সহ- মোঃ খাদেম আলী, মোঃ মিলন হোসেন সহ- ছাত্র-ছাত্রীদের অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাগমারায় কুদাপাড়া আহাদিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
Share!