কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপিসহ চলমান যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনেছে।
সোমবারের (১৮ ডিসেম্বর) পরিবর্তে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে পূর্বঘোষিত সোমবারের (১৮ ডিসেম্বর) হরতাল প্রত্যাহার করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধান জানিয়েছেন, ‘কুয়েতের আমির ইন্তেকাল করায় রাষ্ট্রীয় শোক হিসেবে আমরা আগামীকাল সোমবার হরতাল স্থগিত ঘোষণা করছি। এর বদলে পরশু দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’
এর আগে বিএনপি কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের জন্য হরতাল কর্মসূচির তারিখ পরিবর্তন করে।