তিন দিনের সফরে আগামী ২০ ডিসেম্বর “মেঘের রাজ্য” খ্যাত রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
চিঠিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’
Share!