ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনারবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গেছে। এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী এবং সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। রবিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংলগ্ন রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আপ লাইনে ব্যাহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসীম উদ্দিন ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকা অভিমুখী কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশকালে পেছনের ৩১ নম্বর বগিটির চারটি চাকা লাইনচ্যুত হলে বিকট শব্দে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এসে ট্রেনটি থেমে যায়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বগি লাইনচ্যুত হওয়ায় কয়েকশ গজ লাইন ক্ষতিগ্রস্ত হয়।
এ দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি পাঘাচং স্টেশনে আটকা পড়ে। তবে ট্রেনটিকে ডাউন লাইন দিয়ে বিকল্প পন্থায় ঢাকায় পাঠানোর চেষ্টা চালানো হয়।
লাইনচ্যুতির ফলে বিকল্প পন্থায় ট্রেন চলাচল অব্যাহত রাখা হলেও পাঘাচং স্টেশন থেকে তালশহর স্টেশন পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চালাতে গিয়ে ট্রেনের শিডিউল বিপর্যয়ের ব্যাপক আশঙ্কা রয়েছে।