Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সেঞ্চুরিতে জন্মদিন রাঙালেন কোহলি

৩৫তম জন্মদিনটা অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে বিরাট কোহলির ক্যারিয়ারে। এবারের জন্মদিন অন্যবারের থেকেও আলাদা ভারতীয় সুপারস্টারের কাছে। কারণ ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন কোহলি। সেই সঙ্গে ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরিকে ছুঁলেন বার্থডে বয় বিরাট।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ইনিংসের ৪৮তম ওভারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পা দেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেনসে অনবদ্য ইনিংস খেললেন কোহলি। নিজের জন্মদিনে দুর্দান্ত শতক হাঁকিয়ে কোটি কোটি সমর্থককে রিটার্ন গিফট দিলেন সাবেক ভারত অধিনায়ক। প্রোটিয়াদের বিপক্ষে ৫টি চারের সাহায্যে ৬৭ বলে ফিফটি পূর্ণ করেন বিরাট। শেষ পর্যন্ত ইনিংসের ৪৮তম ওভারে মাহেন্দ্রক্ষণে পৌঁছান এই ৩৫ বছর বয়সী তারকা। ১১৯ বলে ১০টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কোহলি।

৪৯তম সেঞ্চুরি দিয়ে স্বদেশী মাস্টার ব্লাস্টার শচীনকে ছুলেন কোহলি। আর মাত্র একটি শতক হাঁকালে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৫০টি সেঞ্চুরির রেকর্ড গড়বেন সাবেক ভারতীয় অধিনায়ক।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top